Sunday, August 5, 2012

ইসলাম ও ঈমানের পরিচয়

ইসলাম ও ঈমানের পরিচয়?
আমর ইবনু আবাশ (মহান আল্লাহ তার উপর সন্তুষ্ট হন) বর্ণনা করেনঃ

একটি লোক রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসল এবং 
জিজ্ঞেস করলো, “হে আল্লাহর রসূল! ইসলাম কি?” 

তিনি উত্তর দিলেন, “ইসলাম হচ্ছে তোমার অন্তর পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি আত্ন সমর্পন করা, এবং এটা যে মুসলিমরা তোমার মুখ ও হাত হতে নিরাপদে আছে।” 

লোকটি এরপর জিজ্ঞেস করলো, “ইসলামের সবচেয়ে সেরাটা কি?” 

আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “ঈমান”।

লোকটি এরপর আবার জিজ্ঞেস করলো, “ঈমান কি?” 

আল্লাহর রসূল প্রত্যুত্তর দিলেন, “আল্লাহ, তাঁর ফিরিশতা, তাঁর কিতাব, তাঁর রসূল, মৃত্যুর পর পুনরুথ্থানে বিশ্বাস করা।” 

লোকটি এরপর জিজ্ঞেস করলো, “সবচেয়ে সেরা ঈমান কি?” 

আল্লাহর রসূল প্রত্যুত্তর দিলেন, “হিযরাহ”। 

লোকটি আবার জিজ্ঞেস করলো, “হিযরাহ কি?” 

আল্লাহর রসূল বললেন, “পাপকে পিছনে ফেলে চলে যাওয়া”। 

লোকটি আবার জিজ্ঞেস করলো, “সবচেয়ে সেরা হিযরাহ কোনটি?” 

আল্লাহর রসূল বললেন, “জিহাদ”। 

লোকটি তখন জিজ্ঞেস করলো, “জিহাদ কি?” 

আল্লাহর রসূল তখন উত্তর দিলেন, “যখন তুমি কাফিরদের সাথে সাক্ষাৎ করবে তখন তাদের সাথে যুদ্ধ করবে”।

No comments:

Post a Comment