Monday, July 8, 2013

যে কারনে সকল মুসলিমকে সাওম, ঈদ ও অন্যান্য তারিখভিত্তিক ইবাদাত একই দিনে পালন করতে হবে

ইসলামে সব তারিখভিত্তিক ইবাদাতই চন্দ্রমাস অনুসারে হয়ে থাকে। আর চন্দ্রমাসের শুরু প্রতি মাসের নতুন চাদ দেখার ভিত্তিতে হয়। কিন্তু নতুন চাঁদ পৃথিবীর স্থান থেকে একই সাথে দেখা যায় না। প্রশ্ন হচ্ছে, তাহলে চন্দ্রমাস কয়টা হবে? একটা নাকি একাধিক?

সুমনা ম্যাম যেদিন ক্লাস ওয়ানের বাচ্চাদের প্রথম যোগ অংক শিখালেন, তারপর একটা যোগ অংক করতে দিয়ে বললেন, যে সর্বপ্রথম যোগটা করে দেখাতে পারবে তাকে একটা লজেন্স দিবেন। প্রথমে খালিদ যোগটা করে দেখালো এবং সে লজেন্স পেলো। এরপর আরাফাত যোগ করে নিয়ে এলো। ম্যাম তার খাতায় Good লিখে দেওয়ার পরও সে দাঁড়িয়ে রইলো।
কেনো? কেউ বলতে পারবেন?
হ্যা, এই বাচ্চাটাও তার হিসাবে সর্বপ্রথম এদিনই যোগ করেছে।
সুমনা ম্যাম পরে সবাইকেই লজেন্স কিনে দিলেন।

কিন্তু আমরা ব্যাক্তিগতভাবে সবাই চাঁদ দেখে দেখে ঈদ করবো কিভাবে?
চাঁদ দেখা নিয়ে আরো কিছু সমস্যা আছে
১। পৃথিবী একটাচাঁদও একটা। এখন চন্দ্রমাস কয়টা এবং কিসের ভিত্তিতে হবে?
চাঁদকে সর্বপ্রথম কবে দেখা গেলো এটাই বিবেচ্য; কোথায় কোথায় চাঁদকে সর্বপ্রথম দেখা গেলো এটা নয়। তাহলে চন্দ্রমাস তো একটাই হচ্ছে।
২। সারা পৃথিবীতে এমন দুইটি জায়গা নেই যাদের মধ্যেকার সময়ের ব্যাবধান ২৪ ঘন্টা বা তার বেশি। তাহলে মধ্যপ্রাচ্যের সাথে আমাদের সময়ের ব্যাবধান ২৪ ঘন্টার কম হলে আমরা ঈদের দিনেও সওম পালন করি; যা হারাম। তাহলে ঈদ এক দিনেই হতে হবে।
৩। কেউ যদি ভারতীয় উপমহাদেশ থেকে সওম শুরু করে মধ্যপ্রাচ্যে গিয়ে ঈদ করে তাহলে তার সওম হবে ২৮ অথবা ২৯ টি; যা অবান্তর। আবার কেউ যদি মধ্যপ্রাচ্য থেকে সওম শুরু করে ভারতীয় উপমহাদেশে এসে ঈদ করে তাহলে তার সওম হবে ৩০ অথবা ৩১ টি২৯ টি অথবা ৩১ টি অবান্তর।
৪। লাইলাতুল ক্বদরে ক্বুর'আন নাযিল হয়েছিলো। প্রশ্ন হচ্ছে, কোন লাইলাতুল ক্বদরে? মধ্যপ্রাচ্যের নাকি ভারতীয় উপমহাদেশের লাইলাতুল ক্বদরে? আর তাছাড়া ক্বুর'আন নাযিল হয়েছিলো বিজোড় রাত্রে।
যেহেতু ক্বুর'আন দুই রাত্রে নাযিল হয় নি এবং মধ্যপ্রাচ্যে নাযিল হয়েছিলো, তাই নিঃসন্দেহে এটি মধ্যপ্রাচ্যের লাইলাতুল ক্বদরে নাযিল হয়েছিলো। আর যেহেতু ভারতীয় উপমহাদেশের বিজোড় রাত মধ্যপ্রাচ্যের জোড় রাত, তাই ভারতীয় উপমহাদেশের হিসাবে লাইলাতুল ক্বদর খুজলে জিন্দেগিতেও পাওয়া যাবে না।
৫। আমরা আরাফা'র অনুষ্ঠান টিভিতে live দেখি; আর পালন করি তার পরের দিন।
যারা নিজ চোখে দেখেও বিশ্বাস করে না তাদেরকে আপনি কি দিয়ে বুঝাবেন?
৬। বাংলাদেশের সীমানায় চাঁদ দেখা গেলে সমগ্র বাংলাদেশে মুসলিমদেরকে একসাথে ঈদ পালন করতে হবে। আচ্ছা, বাংলাদেশ যদি এই মুহুর্তে বিভাগ অনুযায়ি ভাগ হয়ে যায়, তাহলে কবে কোথায় ঈদ পালিত হবে?
সীমানার দোহাই দিয়ে ইসলাম ধর্ম চলে না। মুসলিমদের জাতিয়তা ''মুসলিম''। যারা কোনো স্থানের সীমানায় নিজেদের বন্দি করে নিজেদের মুসলিম বলে পরিচয় দেয়, তাদের বলছি- ভালো জ্বালানি দিয়ে ঈমান re-charge করেন আর আপনার IOS (Islamic Operating System) টা re-boot করেন।

চাঁদ বেচারা তো প্রতিমাসে একবারই নিজেকে প্রথমবার দেখায়। এখন আমরা যদি বিভিন্ন জায়গা থেকে তাকে কয়েকবার করে প্রথমবার দেখি তাহলে তো মহাবিপদ।

معلهش
আল্লাহ (সুবঃ) ক্বুর'আনে বলেছেন,
(হে নাবি,) আপনার নিকট তারা জিজ্ঞেস করে নতুন চাঁদের বিষয়ে। বলে দিন যে এটি মানুষের জন্য সময় নির্ধারণ এবং হজ্বের সময় ঠিক করার মাধ্যম।... [সুরা বাক্বরা ٢:١٨٩]
এখনে পুর্ববর্তি চন্দ্রমাস শেষ হয়ে যে নতুন চাদ দেখা যায় তাকেই নির্দেষ করা হয়েছে এবং তা গোটা মানব্জাতির জন্যেই।

এছাড়া চাঁদ দেখা বিষয়ে OIC Fiqh Academy এর ১৯৮৬ এ গৃহীত সিদ্ধান্তটি দেখে নিতে অনুরোধ জানাচ্ছি।
যারা বাংলাদেশে অবস্থানকারী মুসলিম, তাদের সওম সমগ্র মুসলিম উম্মার সাথেই হবে,
আর যারা বাংলাদেশী মুসলিম, তাদের ঈদ বাংলাদেশের চাঁদ অনুযায়ি হবে।
طيب؟